Ekhon Kolkata (2): বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল'' সুর চড়ালেন নীতীশ
Continues below advertisement
মহারাষ্ট্র দখল করে বিহার হারাল বিজেপি, জোট ভাঙলেন নীতীশ। রাজভবনে ১৬৪ বিধায়কের সমর্থনের কথা জানিয়ে এলেন নীতীশ কুমার। সমর্থনে ৭ দল, রাজ্যপালের সঙ্গে দেখা করে জানিয়ে দিলেন নীতীশ। রাবড়ী দেবীর বাসভবন বেরিয়ে একসঙ্গে নীতীশ, তেজস্বী, কংগ্রেসের পর্যবেক্ষক। দিল্লি থেকে পাটনার উদ্দেশে রওনা হলেন বিজেপি নেতারা। আরজেডি-কংগ্রেসের উপস্থিতিতে মহাজোটের নেতা নির্বাচিত নীতীশ কুমার। নীতীশ কুমারের মহাজোটকে বাইরে থেকে সমর্থনের সিদ্ধান্ত বামেদের। নীতীশ কুমারের সঙ্গে বিজেপির জোটসঙ্গী জিতন রাম মাজির দলও। বিনা শর্তে ৪ বিধায়ককে নিয়ে মহাজোটকে সমর্থনের সিদ্ধান্ত ‘হাম’-র। জেডিইউয়ের পর এবার বিহারে এনডিএ ছাড়ল জিতন রাম মাজির ‘হাম’। "বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল। সাংসদ-বিধায়করা সবাই এনডিএ ছাড়তে বলেছিল।'' বিজেপি-সঙ্গ ছাড়ার পরেই সুর চড়ালেন নীতীশ।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ekhon Kolkata