Ekhon Kolkata: বউবাজারে গৃহহীনদের থাকা, খাওয়ার ব্যবস্থা করতে হবে: ফিরহাদ হাকিম

Continues below advertisement

বউবাজারে বিপর্যয়, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর। গৃহহীন বাড়িমালিকদের ৫ লক্ষ টাকা করে দেবে কেএমআরসিএল। ভাড়াটে ও দোকানের কর্মীদের দেড় লক্ষ টাকা করে দেওয়া হবে। গৃহহীনদের থাকা, খাওয়ার ব্যবস্থা করতে হবে। ছাত্র-ছাত্রী, শিশু, অশীতিপর ব্যক্তিদের জন্য বিশেষ যত্ন নিতে হবে। বিপর্যয়স্থল পরিদর্শনের পর জানালেন মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মেয়র, পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। নবান্নের বৈঠকে কেএমআরসিএল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও। 

বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ হয়েছে। মেট্রো সূত্রে খবর, নতুন করে মাটি ক্ষয় হয়নি। এই মুহূর্তে ওই এলাকায় মাটির শক্তি বাড়ানো অর্থাৎ গ্রাউটিংয়ের কাজ চলছে। অন্যদিকে, মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের আরও কয়েকটি বাড়ি আজ খালি করার সম্ভাবনা। বিপদের আশঙ্কায় ইতিমধ্যেই বউবাজারের ওই এলাকা থেকে দেড়শোরও বেশি বাসিন্দাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রো বিপর্যয় নিয়ে বিকেলে নবান্নে বৈঠক। সূত্রের খবর, বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। থাকবেন মেয়র ফিরহাদ হাকিম ও মুখ্যসচিব। কেএমআরসিএল কর্তৃপক্ষ ছাড়া রেল বোর্ডের কর্তাদেরও বৈঠকে ডাকা হতে পারে। বিজয়া সম্মিলনীতে যোগ দেওয়ার কথা থাকায় বৈঠকে নেই নয়না, বিশ্বরূপ

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram