Ekhon Kolkata : ২০১৪-র প্রাথমিক টেট দুর্নীতির তদন্তে এক মামলাকারীকে জিজ্ঞাসাবাদ CBI-এর

Continues below advertisement

উত্তর ২৪ পরগনার পানিহাটির মহোত্সবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ের চাপে পদপিষ্ট, এক দম্পতি সহ ৩ জনের মৃত্যু।অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন পুণ্যার্থী। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যু হয়েছে সুভাষচন্দ্র পাল ও শুক্লা পাল এবং ছায়া দাসের। প্রত্যেকেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা। এই পরিস্থিতিতে মেলা বন্ধ করে দেয় প্রশাসন। পুণ্যার্থীদের মেলার মাঠ থেকে বের করে আনা হয়।

 

২০১৪-র প্রাথমিক টেট দুর্নীতির তদন্তে এক মামলাকারীকে জিজ্ঞাসাবাদ করল CBI।  মামলাকারীর দাবি, প্রাথমিকে, ফেল করেও চাকরি পেয়েছেন বেশ কয়েকজন। অভিযোগ, এনিয়ে RTI করেও প্রাথমিক শিক্ষা দফতরের কাছ থেকে সদুত্তর পাননি। অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলারই তদন্তভার সিবিআইয়ের হাতে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram