Ekhon Kolkata (Seg 1):সোনারপুর থানার নাকের ডগায় প্রকাশ্যে চলল গুলি, ঘটনায় গ্রেফতার ৫।Bangla News

Continues below advertisement

জমজমাট এলাকায় আচমকা এক দুষ্কৃতীর গুলি চালানোর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। স্থানীয় সূত্রে দাবি, এলাকার এক পরিচিত দুষ্কৃতী গোপাল হালদার কয়েকজন সঙ্গীকে নিয়ে সোনারপুর উড়ালপুলের নীচে মাছের আড়তে এসে দৌরাত্ম্য শুরু করে। অভিযোগ, আচমকা এক রাউন্ড গুলি চালায়। এই সময় লোকজন জড়ো হওয়ায় পালিয়ে যায় অভিযুক্তরা। সোনারপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই গোপাল হালদার সহ ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। যদিও পুলিশের তরফে গুলি চালানোর কথা মানা হয়নি। পুলিশের দাবি, ডাকাতির উদ্দেশ্যেই ওই জায়গায় জড়ো হয়েছিল গোপাল ও তার দলবল।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির আন্ধারিয়া গ্রামে অস্ত্র কারখানার হদিশ। মহিউদ্দিন সর্দার নামে এক ব্যক্তির বাড়িতে অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার ৮টি ওয়ান শটার, ৩টি লং ব্যারেল বন্দুক, প্রচুর কার্তুজ। অভিযুক্ত মহিউদ্দিন সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।

পার্কিং নিয়ে বিবাদের জেরে জোড়াবাগানের পাথুরিয়াঘাটা স্ট্রিটে এক কম্পিউটার ব্যবসায়ীকে বেধড়ক মারধর। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মারধরের ছবি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যবসায়ী। এদিকে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন আক্রান্ত ব্যবসায়ী ও তাঁর সঙ্গীরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram