Ekhon Kolkata(Seg1): খুনের আগে ফোন করে ছেলের আর্তনাদ শোনানো হয়, নারকেলডাঙার ঘটনা চাঞ্চল্যকর দাবি মায়ের। Bangla News
টাকা ফেরতের টোপ দিয়ে ডেকে পাঠিয়ে সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে গুলি করে, গলা কেটে খুনের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট। দুটি গাড়িতে আগুন। পুলিশকে ঘিরে বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, ভুসিমালের ব্যবসায়ীর কাছ থেকে জিনিস কেনার জন্য আগাম ৮০ হাজার টাকা দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী ও তাঁর বন্ধু মলয় মাখাল। জিনিস না দেওয়ায় তাঁরা টাকা ফেরত চান। অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলে দু’ জনকে ডেকে পাঠিয়ে গুলি করে, কুপিয়ে নৃশংসভাবে খুন করে ওই ব্যবসায়ী। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক।
নারকেলডাঙায় পিটিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ। এক অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ । ‘খুনের আগে ফোন করে ছেলের আর্তনাদ শোনানো হয়’। কাঠ দিয়ে পিটিয়ে খুন করা হয় ছেলেকে, চাঞ্চল্যকর দাবি মায়ের। ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
গল্প ফেঁদেও হল না শেষরক্ষা, জেরায় স্ত্রীকে খুনের কথা ‘কবুল’। পলতায় স্ত্রীকে নৃশংসভাবে খুনে বায়ুসেনা আধিকারিক গ্রেফতার । বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন? তদন্তে পুলিশ। ‘বিছানায় ছিল না ধস্তাধস্তির চিহ্ন, বেসিনে ছিল রক্তের দাগ’।পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ দেখে সন্দেহ হওয়ায় আটক করে জেরায় । জেরার মুখে খুনের কথা কবুল বায়ুসেনা আধিকারিকের, দাবি পুলিশের