এখন কলকাতা (Seg2): শাসক ঘনিষ্ঠ বিশিষ্টজনরা রামপুরহাট, আনিসকাণ্ড চুপ করে আছেন : রুদ্রনীল ঘোষ।Bangla News
Continues below advertisement
বগটুইয়ের বগটুই কাণ্ডে ভাদু শেখ খুনের মূল অভিযুক্ত পলাশ শেখের বাড়ির পাশে মাটির নীচ থেকে উদ্ধার ২০ টি বোমা।
বগটুইয়ের পাশের গ্রাম কুমাড্ডায় গিয়েছেন CBI আধিকারিরা। সঙ্গে রয়েছেন CFSL এর আধিকারিকরা। সেখানকার একটি হলুদ টোটো থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, ওই টোটোতে করেই পেট্রোল এবং বোমা আনা হয়েছিল।
২০২১ সালের পর ১৬ মাস ধরে মূল ধারায় পরিচালক, প্রযোজকরা কেউ আমায় কাজ দিতে পারছেন না। অনেকে লড়াই করতে না পেরে শাসক শিবিরে ফিরে গেছেন। শাসক ঘনিষ্ঠ বিশিষ্টজনরাও রামপুরহাট, আনিসকাণ্ড চুপ করে আছেন। দাবি অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। বিজেপির রাজ্য সভাপতির কাছে অভিযোগ জানালেন রুদ্রনীল ঘোষ।
Continues below advertisement
Tags :
CBI ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Rudranil Ghosh Cfsl Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ekhon Kolkata এখন কলকাতা Rampurhat News Today Live Rampurhat News Today Bengali Rampurhat News Bengali Rampurhat Breaking News টোটো থেকে নমুনা সংগ্রহ Kumadda