Malda TMC News: বিধানসভা ভোটের আগে মালদার চাঁচলে তৃণমূলে গৃহযুদ্ধ!

ABP Ananda Live: বিধানসভা ভোটের আগে মালদার চাঁচলে তৃণমূলে গৃহযুদ্ধ! দলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগে সোচ্চার তাঁরই বিধানসভা এলাকার তৃণমূলের দুই ব্লক সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠিও পাঠিয়েছেন তাঁরা। দলীয় সংগঠনকে অন্ধকারে রেখে ইচ্ছেমতো দল চালানো অভইযোগ বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে। বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে দলকে বদনাম করার চেষ্টা করছেন দুই ব্লক সভাপতি, পাল্টা অভিযোগ বিধায়কের।তৃণমূলের ভাগ-বাঁটোয়ারার লড়াই, কটাক্ষ করেছে বিজেপি। 

 

লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর

'২ বছর পরপর আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একদল লোক আছে, যাঁরা কুচক্রী। জাপান আমাদের বারবার আমন্ত্রণ জানিয়েছে, ২ বছর পর যাব। পোলান্ড, অস্ট্রেলিয়া, কানাডাও আমন্ত্রণ জানিয়েছে', জানালেন মুখ্যমন্ত্রী। লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর। টাস্ক ফোর্সে প্রশাসনিক দিকের দায়িত্বে বিবেক কুমার, প্রভাত মিশ্রর মতো IAS-রা। থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজিপি রাজীব কুমার ও সিপি মনোজ ভার্মা। মন্ত্রীদের মধ্যে দায়িত্বে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসুরা। দায়িত্বে থাকবেন অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। দলের বিষয়টা দেখে নেবেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola