Election Commission: কী করতে হবে BLO-দের ? স্পষ্ট নির্দেশিকা কমিশনের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় । ইতিমধ্যেই বুথ লেভেল অফিসার বা BLO-দের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন । বলা হয়েছে, বাড়ি, বাড়ি গিয়ে enumeration form দেবে বুথ লেভেল অফিসাররা । সেই সময়ে আইডি কার্ড সঙ্গে রাখতে হবে তাঁদের । ফর্ম দেওয়া ও সেই ফর্ম নিয়ে আসার দায়িত্ব BLO-দের । কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে । সেই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে ৩ বার কোনও বাড়িতে যাবেন তাঁরা । বাড়ি, বাড়ি যাওয়া শুরু করার আগে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে মিটিং করবেন BLO-রা

আরও খবর...

ট্রানজিট ফ্লাইট থেকে কলকাতায় ঢোকার অনুমতি না থাকলেও বিমানবন্দর থেকে বেরনোর চেষ্টা বাংলাদেশির। বাধা দেওয়ায় কলকাতা বিমানবন্দরে ভাঙচুর বাংলাদেশি নাগরিকের। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যাচ্ছিলেন আশরাফুল হোসেন। বাংলাদেশি নাগরিককে আটক করল সিআইএসএফ। বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল সিআইএসএফ। আশরাফুল হোসেনকে জিজ্ঞাসাবাদ বিধাননগর কমিশনারেটের। 

স্টুডিও পাড়ায় অচলাবস্থা কাটাতে আদালতের নির্দেশ মেনে বৈঠক করল ফেডারেশন ও ডিরেক্টর্স গিল্ড। বৈঠকে ইতিবাচক আলোচন হয়েছে বলেই দাবি দু'পক্ষের। পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, নজর এখন সেদিকেই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola