Election Commission: পশ্চিমবঙ্গে ৬০০ ভোটার কার্ড বাতিল করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর
ABP Ananda Live: ভূতুড়ে ভোটার বিতর্কে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। এরমধ্যে পশ্চিমবঙ্গে ৬০০ ভোটার কার্ড বাতিল করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নির্বাচন কমিশন সূত্রে খবর, এরাজ্যের সঙ্গে সবথেকে বেশি ডুপ্লিকেট হয়েছে হরিয়ানার ভোটারের এপিক নম্বর। তালিকায় এর পরেই রয়েছে গুজরাত ও অসমের নাম।
তৃণমূল প্রধানের বাড়ির সিঁড়িতে মিষ্টির বাক্সের মধ্যে রাখা ছিল বোমা
তৃণমূল প্রধানের বাড়ির সিঁড়িতে মিষ্টির বাক্সের মধ্যে রাখা ছিল বোমা। তাই নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়ায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গার দক্ষিণ চৌরাশি গ্রামে। দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। বাড়ির সিঁড়িতে বোমা রাখার পিছনে বিরোধীদের হাত রয়েছে বলে করছেন না তৃণমূল প্রধান। প্রশ্ন উঠছে, তাহলে কে বোমা রাখল? উদ্দেশ্যই বা কী? তা নিয়ে ধোঁয়াশা।
Tags :
Election Commission West Bengal Assembly Election Commission TMC News .BJP News Election Comission News