WB News: বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য প্রস্তুত, জাতীয় নির্বাচন কমিশনকে সবুজ সঙ্কেত

ABP Ananda Live: বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য প্রস্তুত। জাতীয় নির্বাচন কমিশনকে সবুজ সঙ্কেত CEO দফতরের। জেলাভিত্তিক রিপোর্ট পাঠানো হল দিল্লির দফতরে।

'বাড়ির সামনে থেকে গাড়ি সরাতে বলাই হল কাল', দিল্লিতে খুন অভিনেত্রী হুমা কুরেশির ভাই

পার্কিং বিরোধের জেরে প্রাণ হারালেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই। সূত্রের খবর, দিল্লির নিজামুদ্দিন এলাকায় পার্কিং বিরোধের জেরে বচসা বাঁধে। সেই বিরোধ গড়ায় হিংসায়। অভিত্রেত্রী ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। পরিণাম হয় ভয়ঙ্কর। 

অভিনেত্রী হুমা কুরেশির তুতো-ভাই আসিফ কুরেশি।  বৃহস্পতিবার রাত ১১টার নাগাদ নিজামুদ্দিনের জঙ্গপুরা ভোগল লেনে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর । অভিযুক্ত  ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সূত্রে খবর, আসিফের বাড়ির প্রধান ফটকের সামনেই দুই চাকার গাড়ি পার্ক করা ছিল। সম্ভবত সেটি সরিয়ে নিতে বলা থেকেই দুই ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। আক্রমণের পর, আসিফকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।  চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আসিফের স্ত্রী এবং আত্মীয়-স্বজনদের অভিযোগ, তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে এত বড় হিংসার ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola