Mamata Banerjee: ভারতে কমেছে কর্মসংস্থান, বাংলায় বেড়েছে কর্মসংস্থান: মমতা বন্দ্যোপাধ্যায়। ABP Ananda Live

Continues below advertisement

Bengal Global Business Summit, 2023: 'আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন'।'রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে'।'চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে'। অর্থনৈতিক উন্নয়নে গ্রামের বিশেষ ভূমিকা আছে: মুখ্যমন্ত্রী। 'ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির কোনও উন্নয়ন হয় না'। মোদি (Modi)-সরকারের ডিজিটাল-ইন্ডিয়াকে (Digital India) আক্রমণে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। 'ভারতে কমেছে কর্মসংস্থান, বাংলায় বেড়েছে কর্মসংস্থান'। 'জনগণের জন্য সবাইকে এগিয়ে আসা উচিত'।'কেন্দ্রে একটি সরকার, রাজ্যে আরেকটি সরকার'। করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, আক্রমণে মুখ্যমন্ত্রী । শিল্পপতিদের বিরুদ্ধে এজেন্সির অভিযান নিয়ে আক্রমণে মমতা । শিল্পপতিদের গলা টিপে ধরছে এজেন্সি, আক্রমণে মুখ্যমন্ত্রী । '৬টি অর্থনৈতিক করিডর তৈরির জন্য আমরা প্রস্তুত'।১৮৮টি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী। '৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে'।'বাংলা-ই গন্তব্য, সুযোগ কিন্তু বারবার আসে না'। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram