Fatafat : বেশিরভাগ লেনদেনই হয়েছে বিশেষ প্যাটার্নে, সুকন্য়ার-অ্য়াকাউন্ট নিয়ে দাবি ইডির
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ২টি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। কার এজলাসে শুনানি, তা ঠিক করবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। নিয়োগ দুর্নীতির বাকি মামলা, আগের মতোই শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
পেশায় স্কুল শিক্ষিকা হলেও, ব্য়বসা সামলাতেন, অনুব্রত-কন্য়া সুকন্য়া মণ্ডল। লিখিতভাবে এমনই দাবি করল ইডি। সুকন্য়ার নামে বিভিন্ন অ্য়াকাউন্টে যে লাখ লাখ টাকা জমা পড়েছে, বেশিরভাগ ট্রানস্য়াকশনই হয়েছে বিশেষ প্যাটার্নে, দাবি ইডির। কী কারণে এই কৌশল? উত্তর খুঁজছেন ED-র আধিকারিকরা।