ED on Manik : ডিএলএড কলেজে অফলাইনে ভর্তির জন্য মাথাপিছু ৫ হাজার টাকা নিতেন মানিক ?

Continues below advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ইডি-র। ‘ডিএলএড কলেজে অফলাইনে ভর্তির জন্য মাথাপিছু ৫ হাজার টাকা’। ‘আবেদনকারীর মাথাপিছু ৫ হাজার টাকা যেত মানিকের কাছে’ । ‘৬০০ কলেজ থেকে তোলা হয়েছিল টাকা’। জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল, দাবি ইডির। ‘কতজনের থেকে নেওয়া হয়েছিল টাকা?’ তাপস মণ্ডলের তালিকা চাইল ইডি: সূত্র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram