ED : ৫০ কোটির পরে আরও ৮ কোটির হদিশ, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের জেরা শুরু ইডি-র
৫০ কোটির পরে আরও ৮ কোটির হদিশ। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের জেরা শুরু ইডি-র। দু’জনকে জিজ্ঞাসাবাদের গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে: সূত্র। ‘ইডি হেফাজতে থাকা অবস্থায় পার্থ-অর্পিতার উপর ক্যামেরায় নজরদারি’, হেফাজতের প্রথমদিন থেকে ক্যামেরার নজরদারিতে রয়েছেন পার্থ-অর্পিতা: সূত্র। বয়ান মিলিয়ে দেখার পর দু’জনকে মুখোমুখি জেরার সম্ভাবনা: সূত্র।
Tags :
ED ABPAnanda #ABPAnandaLive ParthaChatterjee Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ ENFORCEMENTDIRECTORATE এবিপিআনন্দলাইভ বাংলাখবর Arpitamukherjee