Enforcement Directorate Raids: সল্টলেকের ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র
ছত্তীসগঢ়ের রায়পুরের অ্যাপ ও GST ফাঁকির অভিযোগ-মামলায় সল্টলেকের ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ED। সকাল থেকে কলকাতার হাতিবাগান, উত্তর ২৪ পরগনার ইছাপুর-সহ ৬টি ঠিকানায় একযোগে চলছে তল্লাশি। ED সূত্রে খবর, কোটি কোটি টাকা প্রতারণা ও তছরুপের অভিযোগের তদন্তে উঠে আসে কলকাতার ব্যবসায়ী সুরয চোখানির নাম। এদিন রায়পুর থেকে আসা ED-র টিম ওই ব্যবসায়ীর সল্টলেকের বাড়িতে হানা দেয়। ব্যবসায়ীর সংস্থার কর্মী সর্বাণী ভগতের ইছাপুরের বাড়িতে চলছে তল্লাশি। পাশাপাশি, কলকাতার হাতিবাগান এলাকায় অরবিন্দ সরণিতে শেয়ার ট্রেডিং ব্যবসায়ী সন্দীপ মোদির ফ্ল্যাটেও হানা দিয়েছে ED। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, এই মামলায় আয়কর ও GST দফতরও তদন্ত চালাচ্ছে।
Tags :
Enforcement Directorate Enforcement Directorate Raids Enforcement Directorate Raids At Saltlake Businessmans House