Esther Duflo: ছোটদের কাছে অর্থনীতিকে সহজে পৌঁছে দিতে উদ্যোগী এস্টার ডাফলো। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কঠিন অর্থনীতিই রঙিন বইয়ের পাতায় হয়ে গেল অনেকখানি সহজ। আর ছোটদের কাছে অর্থনীতিকে সহজ ভাষায় বইয়ের মাধ্যমে পৌঁছে দিতে যিনি উদ্যোগ নিলেন, তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্টার ডাফলো। একাধিক ভাষার পাশাপাশি বাংলাতেও অনুবাদ করা হল পুয়োর ইকনমিক্স ফর কিডস। 

অর্থনীতি। কঠিন বিষয়...জটিল অঙ্কের সব হিসেব নিকেশ। আর এবার এই জটিল অর্থনীতিকেই ছোটদের জন্য কিছুটা সহজ করে তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্টার ডাফলো। নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্টার ডাফলোর লেখা পুয়োর ইকনমিক্স বইটি ২০১১ সালে প্রকাশিত হয়েছিল এবার এই বইয়ের কিশোর সংস্করণ, পুয়োর ইকনমিক্স ফর কিডস প্রকাশিত হল...নেপথ্য়ে এস্টার ডাফলো এবং খ্যাতনামা ফরাসি চিত্রকর শায়ান অলিভিয়র। বাংলায় এই বইয়ের নামই 'বিবির'। বাংলা ছাড়াও আরও একাধিক ভারতীয় ভাষা এবং ইংরেজি ও ফরাসি ভাষাতেও এই বইয়ের সংস্করণ বেরিয়েছে।

ছোটদের জন্য দারিদ্র নিয়ে লেখা! এই বইয়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল, এখানে গল্পের মাধ্যমে পুরোটা বলা হয়েছে। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram