Mahua Moitra: ক্যাশ ফর কোয়েশ্চনকাণ্ডে এবার মহুয়া মৈত্রকে তলব সংসদের এথিক্স কমিটির। ABP Ananda Live
ক্যাশ ফর কোয়েশ্চনকাণ্ডে এবার মহুয়া মৈত্রকে তলব সংসদের এথিক্স কমিটির। মহুয়া মৈত্রর বক্তব্য শুনতে ৩১ অক্টোবর তৃণমূল সাংসদকে ডাকল এথিক্স কমিটি।মহুয়া মৈত্রর বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ।অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের অভিযোগ শুনল এথিক্স কমিটি।৩১ অক্টোবর মহুয়া মৈত্রকে তলব করল সংসদের এথিক্স কমিটি।
Tags :
Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS Ethics Committee