Purulia News:ঝালদা পুরসভা ঘিরে ফের অনাস্থার মেঘ? ৫ কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার পরেও কাটছে না জট | ABP Ananda Live
Jhalda Municipality : ঝালদা পুরসভা ঘিরে ফের অনাস্থার মেঘ? পুরপ্রধান (Chairman) সহ ৫ কাউন্সিলর তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পরেও কাটছে না জট । পুরপ্রধানের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ। 'কাউন্সিলরদের অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিচ্ছেন পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়' (Shila Chatterjee)। '৮ মাস ধরে সাধারণ সভা না ডেকে স্পেশাল মিটিং ডেকে সিদ্ধান্ত নিচ্ছেন'। শুধু কংগ্রেস (Congress) নয়, শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের একাংশেরও। সংখ্যালঘু বোর্ড চলছে ঝালদা পুরসভায়, দাবি কংগ্রেসের । দলের কাউন্সিলররা কেন বিরোধীদের ভূমিকায়, পাল্টা প্রশ্ন শীলা চট্টোপাধ্য়ায়ের