Ration Scam: রেশন দুর্নীতি নিয়ে তদন্তের মধ্যেও রমরমিয়ে চলছে ফড়ে-রাজ? কী করে? উঠছে প্রশ্ন | ABP Ananda LIVE
ফড়েদের খপ্পড় থেকে কৃষকদের বাঁচাতে সহায়ক মূল্য়ে ধান কেনার প্রকল্প চালু করেছে সরকার। কিন্তু, জেলায় জেলায় ফড়েদের দাপট এখনও চলছে রমরমিয়ে। এই প্রেক্ষাপটে বিরোধীদের প্রশ্ন, রেশন দুর্নীতি সামনে আসার পরও ফড়েরা এত সাহস পায় কী করে? কেন তাদের বিরুদ্ধে ব্য়বস্থা নেয় না প্রশাসন? পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।