Malda News : ইংরেজি মাধ্যমে ভর্তি নিয়েও বাংলা মাধ্যমে হচ্ছে পড়ানো, স্কুলে বিক্ষোভ অভিভাবকদের
Malda News : ইংরেজি মাধ্যমে পড়ুয়া ভর্তি নেওয়া হলেও পড়ানো হচ্ছে বাংলা মাধ্যমে। এই অভিযোগে মালদার (Malda) বার্লো গার্লস হাইস্কুলে প্রধান শিক্ষিকার ঘরের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। শিক্ষক না থাকার কথা শিক্ষা দফতরকে জানানো হয়েছে বলে দাবি প্রধান শিক্ষিকার। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলার স্কুল পরিদর্শক (District School Inspector)।