Higher Secondary: উচ্চ মাধ্যমিকের প্রতি সিমেস্টারেই থাকছে পাস-ফেল, সিদ্ধান্ত শিক্ষা সংসদের। ABP Ananda Live

Continues below advertisement

Education Council: উচ্চ মাধ্যমিকের প্রতি সিমেস্টারেই থাকছে পাস-ফেল। আগের সিদ্ধান্ত বদলের পথে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (Education Council)। পাশ করলেই তবে যাওয়া যাবে পরবর্তী সিমেস্টারে। এবার বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর থেকেই দুই সিমেস্টারে পরীক্ষা কার্যকর একাদশে। ২০২৫ সালের নভেম্বরে এবং ২০২৬ সালের মার্চে হবে উচ্চমাধ্যমিকের দুটি সিমেস্টার। "গুণগত মানের কথা ভেবে সিদ্ধান্ত বদলের ভাবনা"। কিছুদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংসদ, জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram