BSF : নিরাপদে দাঁড়িয়ে হুকুম দেওয়া সোজা I সীমান্তের জওয়ানদের কিছু বলার আগে ভাবুন : সমীর গুহ

ABP Ananda LIVE : নিরাপদে দাঁড়িয়ে হুকুম দেওয়া সোজা I সীমান্ত বা কাশ্মীরি আবহাওয়ায় যে জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে তাঁদের সম্পর্কে কিছু বলার আগে ভাবুন I BSF বিশ্বাসযোগ্য তাই সবাই তাদের বিশ্বাস করে I প্রতিক্রিয়া প্রাক্তন বিএসএফ করতে সমীর গুহর I 

 

টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডেই কাটা গ্যাসের রমরমা

ফ্ল্যাটে বিস্ফোরণের পর টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডেই কাটা গ্যাসের রমরমা। বিটি রোডজুড়ে অবাধে চলছে বেআইনি কারবার।ঠাসাঠাসি করে রাখা গ্যাস সিলিন্ডার। টিটাগড় বাজারে বিটি রোডের ওপর একের পর এক গ্যাস রিফিলিং সেন্টার। সেখানে অটোতে কাটা গ্যাস ভরা হচ্ছে। ক্যামেরা দেখে বন্ধ করে দেওয়া হয় অটোতে গ্যাস রিফিলিং। ঘন জনবসতিপূর্ণ এলাকায় যে কোনও মুহূর্তে বড়সড় বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। প্রশ্ন উঠছএ, পুলিশ-প্রশাসনের নাকের ডগায় কীভাবে কাটা গ্যাসের কারবার চলছে? পুরসভার নজরদারি কোথায়? টিটাগড় পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি। সোমবার টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডেই একটি ফ্ল্যাটে মজুত বোমা ফেটে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গ্রেফতার হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola