Exclusive: পার্কস্ট্রিটে জমজমাট উইকেন্ড, পাল্লা দিয়ে চলছে উতসবযাপন আর পেটপুজো

রেস্তরাঁ থেকে স্ট্রিট ফুড। পার্কস্ট্রিটে জমজমাট উইকেন্ড। বর্ষশেষে আলোয় ভাসছে তিলোত্তমা। শহরবাসী ভিড় জমিয়েছেন শহরের অন্যতম প্রাণকেন্দ্রে। পেস্ট্রি-কেক তো রয়েছেই, বাদ যাচ্ছে না রোল-চাউমিনও। ফুচকা-ঝালমুড়িও রয়েছে ফেস্টিভ ফুডের তালিকায়। শহরজুড়ে চোখে পড়ল এমনই সব ছবি। বেশিরভাগই বলছেন এই কটা দিন একেবারেই ডায়েট নয়। ক্রিসমাসের মরসুমে এবিপি লাইভ ঢুঁ মেরেছিল ফ্লুরিজেও। সেখানেও কার্যত জনসমুদ্র। তখন সন্ধের স্নাকসে মন দিয়েছেন সকলেই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola