Exclusive: লাল-সাদা টুপির ভিড়ে সান্তার খোঁজে শহরবাসীর সপ্তাহান্তের ডেস্টিনেশন পার্কস্ট্রিট

Continues below advertisement

বছর শেষের উৎসবে সেজে উঠেছে কলকাতা। বেজে গিয়েছে জিঙ্গল বেল। যীশুর জন্মদিনের প্রস্তুতিও তুঙ্গে। ক্রিসমাস ট্রি, সান্তা,আর আলোর রোশনাইতে জমজমাট পার্কস্ট্রিট। একে উইকেন্ড মোড, তার ওপর ইয়ার এন্ডিং সেলিব্রেশন- সবমিলিয়ে উৎসব যাপনে ব্যস্ত শহরবাসী। তাই সেলিব্রেশন চলছে সপ্তাহজুড়েই। খাওয়া-দাওয়ার পাশাপাশি চলছে কেনাকাটিও। খুশির মেজাজে ভাসছে তিলোত্তমা। #santaclause #parkstreet #christmas #ABPAnanda #BanglaNews #banglanewslive 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram