Ration Card : রেশন কার্ডে কতটা চাল মিলবে? আটা পাবেন ? দেখুন কোন কার্ডে কী প্রাপ্য ? Exclusive

Continues below advertisement

Ration Card Benefits: রাজ্যে রেশন উপভোক্তাদের (Ration Consumer) বিভিন্ন রকমের রেশন কার্ড (Ration Card) রয়েছে। এক একটি কার্ডে সরকারের তরফে এক এক রকমের সুবিধা পাওয়া যায়। প্রতিটি রেশন কার্ডের ক্ষেত্রে খাদ্যশস্যের (Food Grains) পরিমাণেরও বিস্তর ফারাক রয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের (West Bengal) খাদ্য দফতর (Department of Food and Supplies, Government of WB) একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি ট্যুইটও করেছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে কোন কার্ডে কতটা রেশন (WBPDS) দেওয়া হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram