Rabindra Bharati University: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির নামে টাকা চাওয়ার মতো বিস্ফোরক অভিযোগ | ABP Ananda LIVE
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির নামে টাকা চাওয়ার মতো বিস্ফোরক অভিযোগ করেছিলেন তরুণী। তারপরই UGC বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষকে বৈঠক ডাকতে বলে। বৈঠকে উপাচার্য ও অন্যরা দুর্ব্যবহার করেছেন, এই মর্মে এবার গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করলেন তরুণী। ভর্তি হতে না পেরেই অভিযোগ করছেন তরুণী, একথাই ইউজিসিকে জানাবে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ, এমনই সূত্রের দাবি।