Anupam Hazra: 'ততটাই কামাও, যতটা ভোগ করতে পারবে', অনুব্রত প্রসঙ্গে বিস্ফোরক অনুপম হাজরা। Bangla News
Continues below advertisement
অনুব্রত মণ্ডলকে নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি এদিন বলেন, ৩-৪ হাজার টাকার মালিক অনুব্রত। কাঁধে করে গরু নিয়ে পাচার করতেন অনুব্রত, এটুকু বলে এমনটাই শুনতাম বলে জানালেন বিজেপি নেতা। তিনি বলেন, যদি সাধারণ মানুষ হিসেবে দেখি, দিনের শেষে আমরা মানুষ। উনি গ্রেফতার হয়েছেন। আস্তে আস্তে আরও অনেক জিনিস খুলবে। ততটাই কামাও, যতোটা ভোগ করতে পারবে। উনি এতটাই কামিয়ে ফেলেছেন, মানে আমাদের কাছে এখনও যা কাগজ পত্র জমা পড়েছে, তাতে করে উনি ৩ থেকে ৪ হাজার কোটি টাকার মালিক।
Continues below advertisement
Tags :
ABP Ananda CBI Anubrata Mondal ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Anupam Hazra Cattle Smuggling এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Anubrata Mondal Arrested