Recruitment Scam : কালীঘাটের কাকু, সুজয়কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে ইডি-র চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Continues below advertisement
কালীঘাটের কাকু, সুজয়কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে ইডি-র চার্জশিটে চমকে দেওয়া তথ্য । চার্জশিটে ইডি-র দাবি, কাকুর নিয়ন্ত্রিত দুটি সংস্থায় গত পাঁচবছরে কোটি কোটি নগদ টাকা জমা পড়েছে । ২০১৮ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত জমা পড়েছে ১ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা, যার গোটাটাই ক্যাশ । কখনও ২০, কখনও ৩০, কখনও বা ৪০ লাখ, এভাবেই প্রতিবছর টাকা জমা পড়েছে এই দুটি সংস্থায় । এই বিপুল পরিমাণ নগদের উৎস কী? ইডি-র অনুমান, নিয়োগ দুর্নীতির কালো টাকাই বিভিন্ন সময় ধাপে ধাপে জমা করা হয়েছে । চার্জশিটের ৮৮ ও ৮৯ পাতায় উল্লেখ, শুধু অনলাইন ট্রান্সফারে জমা করা হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ টাকা । আশ্চর্যজনকভাবে টাকা এসেছে যে সমস্ত অ্যাকাউন্ট থেকে, সেগুলির কোনও অস্তিত্বই নেই
ইডি-র অনুমান, নগদ ও অনলাইন ট্রান্সফার মিলিয়ে ঘুরপথে প্রায় ৩ কোটি টাকার লেনদেন হয়েছে কাকুর নিয়ন্ত্রিত দুটি সংস্থায়
Continues below advertisement