Explosive Recovery:মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগের দিন হাত বোমা উদ্ধার পূর্ব মেদিনীপুরে । ABP Ananda LIVE
মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগের দিন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে হাত বোমা উদ্ধার। বাজেয়াপ্ত বোমা তৈরির মশলা ও প্রচুর পরিমাণে বাজি তৈরির মশলা। ভগবানপুর বিধানসভা কেন্দ্রের মানিকজোড় গ্রামে মাঠ থেকে উদ্ধার হয়েছে বস্তা বোঝাই প্রায় ১৭ কেজি বিস্ফোরক। অগ্নি নির্বাপণ যন্ত্রও উদ্ধার করেছে ভূপতিনগর থানার পুলিশ। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
বোমা ও বোমা তৈরির মশলা মজুত করার নেপথ্যে কাদের হাত রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে।
Tags :
DISTRICT CM Mamata Banerjee Purba Medinipur Tour Explosive Recovery From Purba Medinipur Police Finds Explosives From Purba Medinipur