Fake Aadhar Scam: সীমান্তে জাল আধারচক্র, জাল আধারকার্ডের কারবারির অভিযোগে ধৃত হামিদুল আলি

ABP Ananda LIVE : সীমান্তে ফের জাল আধারচক্র । ভোটার কার্ড নিয়ে জালিয়াতির আবহেই এরাজ্য়ে পর্দাফাঁস হল জাল আধারচক্রের। কোচবিহার থেকে জাল আধারকার্ডের কারবারির অভিযোগে ধৃত হামিদুল আলি। বাজেয়াপ্ত করা হয়েছে জাল আধারকার্ডসহ, ল্যাপটপ ও স্ক্যানিং মেশিন। পুলিশ সূত্রে খবর, কম্পিউটারের দোকানে রমরমিয়ে চলত জাল আধার কার্ড তৈরি হত, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার হানা দেয় নয়ারহাট ফাঁড়ির পুলিশ হাতেনাতে পাকড়াও হামিদুল আলি । পুলিশ হালিদুলকে ৫ দিন পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেয়। চলছে তল্লাশি ।আধার কার্ড নিয়ে রাজ্য জুড়ে ভুরিভুরি জালিয়াতির অভিযোগের মধ্যেই কোচবিহারের শুকারুর কুঠি থেকে গ্রেফতার করা হল এক জাল আধার কার্ডের কারবারিকে। ধৃত হামিদুল আলির থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু জাল আধার কার্ড সহ, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানিং মেশিনও। বুধবার ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দিনহাটা মহকুমা আদালত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola