Fake Adhar News: আজাদ মল্লিক কে নিয়ে তদন্তে নেমে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য় !

ABP Ananda LIVE: বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ নিউটন দাসেরই সম্প্রতি নাম পাওয়া যায় ভারতের ভোটার তালিকায়। জানা যায় নিউটন দাস বাংলাদেশ ও কাকদ্বীপ দু-জায়গারই ভোটার। পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেফতার করা হয় আজাদ মল্লিক নামে পাকিস্তানের এক নাগরিককে। তাকে নিয়ে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে চাঞ্চল্য়কর তথ্য় উঠে আসে। আদালতে দাঁড়িয়ে ইডি দাবি করেছিল--- এরাজ্যে আজাদের ২টি ভোটার কার্ড রয়েছে। একটি নৈহাটি, আরেকটি মধ্যমগ্রামের ঠিকানায়। গত বছরের শেষে কেরল থেকে গ্রেফতার হয় 'আনসারুল্লা বাংলা টিমে'র জঙ্গি শাদ রাডি। তদন্তে জানা যায়, প্রায় বছর দশেক ধরে এরাজ্য়ের মুর্শিদাবাদে থাকত সে। এমনকী ভোটার কার্ড অবধি বানিয়ে ফেলেছিল! তা-ও আবার একটা নয়। দু-দু'টো! অতীতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে শক্তিশালী জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলেছিল জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি, আনসারুল্লা বাংলা-র মতো জঙ্গি সংগঠন। ২০১৪ সালে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড। এরকম একের পর এক ঘটনায়, বড়সড় প্রশ্নের মুখে এরাজ্যে তৈরি হওয়া পরিচয়পত্র

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola