Fake certificate: জাতিগত শংসাপত্র জাল করে চাকরির নিয়োগপত্র!
জাতিগত শংসাপত্র জাল (Fake certificate) করে চাকরির (Job) নিয়োগপত্র!
কোচবিহারের প্রাণনাথ হাইস্কুলে জাতিগত শংসাপত্র জালিয়াতি করে নিয়োগপত্র নেওয়ার অভিযোগ
জালিয়াতির দায়ে অভিযুক্ত তপন মণ্ডল গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ বিচারপতি
'কেন এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত তপন মণ্ডল?'
'পুলিশ (Police) দ্রুত গ্রেফতার করে মালদার জেলে ভরুক'
নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর
নিয়োগপত্র নিলেও শিক্ষকপদে চাকরিতে যোগ দেননি, দাবি তপনের আইনজীবীর
'চাকরিতে যোগ না দিলেও জাতিগত শংসাপত্র জাল করার দায় থেকে মুক্ত হয়ে যাবেন না তপন'
'জালিয়াতি করেই চাকরির সুপারিশ এবং নিয়োগপত্র'
'এর জন্য ফৌজদারি অপরাধে অভিযুক্ত তিনি'
'আইন অনুযায়ী পুলিশ পদক্ষেপ করুক'
পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসুর
তপন মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন মালদা সদরের এসডিও
মালদহের বাসিন্দা তপন মণ্ডলের বিরুদ্ধে FIR রুজু করে কালিয়াচক থানা
২০২০-র ২০ জানুয়ারি কোচবিহারের প্রাণনাথ হাইস্কুলে শিক্ষক পদে
বিচারপতি বসুর নির্দেশ মেনে ৫টি নকল জাতিগত শংসাপত্রের খোঁজ পেয়েছে রাজ্য