Fake CID Officer: কৃষ্ণনগরে ভুয়ো CID অফিসারের হদিশ, কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
দেবাঞ্জনকাণ্ডের মধ্য়ে নদিয়ায় ভুয়ো সিআইডি (CID) অফিসারের হদিশ। সিআইডি অফিসার পরিচয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। রাধারানী বিশ্বাস নামে এক মহিলার নামে থানায় অভিযোগ। কৃষ্ণনগরে বেশ কয়েকজনকে চাকরি দেওয়ার নামে প্রতারণা। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। ভুয়ো পুলিশ অফিসার পরিচয়ে সমাজ সেবার কাজে যুক্ত। স্বাস্থ্য দফতরে নিয়োগের কথা বলে প্রতারণার অভিযোগ। প্রতারণার অভিযোগ ওঠার পরই বেপাত্তা অভিযুক্ত। কারও কাছে ১৫ লক্ষ, কারও কাছে ১০ লক্ষ নেওয়ার অভিযোগ। মিথ্যে অভিযোগে ফাঁসানোর দাবি অভিযুক্তের পরিবারের।
হাওড়ার (Howrah) বালিতে প্রতিভাবান ক্যারাটেকারের রহস্যমৃত্যু। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধায় পামেলা অধিকারীর দেহ। বন্ধুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনায় অভিযোগ পরিবারের। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
আজই তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন জঙ্গিপুরের (Jangipur) প্রাক্তন কংগ্রেস (Congress) সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee)। বিগত বেশ কয়েকদিন ধরেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা চলছিল প্রণব-পুত্র অভিজিতের। অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন, “তিনি মনে করেছেন তৃণমূলে কংগ্রেসে যোগদান করবেন, তাই করেছেন। কংগ্রেসের পুরনো সাংসদ। প্রণব মুখোপাধ্যায় (Late Pranab Mukherjee) মহাশয়ের সন্তান। তাঁর স্বাধীন ইচ্ছা, স্বাধীন ভাবনা রয়েছে। তাঁরা কী করবেন না করবেন, সেই ব্যাপারে আমি কী বলব। আমার সঙ্গে ওঁর কোনও কথা হয়নি। উনি যে কংগ্রেসের সব পদ ত্যাগ করেছেন তার একটা চিঠি পাঠিয়েছেন। আমরা তো হেরে গিয়েছি, তাই নতুন করে আর কী সমস্যা হবে? তৃণমূল এঁদেরকে ভয় দেখিয়েছে কি না তা বলতে পারি না। এটা ওঁদের হিসাব নিকেশের ব্যাপার।“