Fake Doctor At Narendrapur : নরেন্দ্রপুর থানা এলাকায় পুলিশের জালে ভুয়ো চিকিৎসক
অন্য চিকিত্সকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিত্সা করার অভিযোগ। পুলিশের জালে ভুয়ো চিকিত্সক। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। ধৃতের নাম অশোক মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক আগে রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে লস্করপুরে বাড়ি ভাড়া করে চেম্বার খুলে বসেন ওই ব্যক্তি। অভিযোগ, প্রতিদিন মত্ত অবস্থায় চেম্বারে আসা ও রোগীদের গালিগালাজ করায় সন্দেহ হয় এলাকাবাসীর। আজ সকালে চেম্বার ঘেরাও করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তের বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করে।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bengali News South 24 Pargana Fake Doctor