Fake Passport: 'নেপালের বাসিন্দার জন্য ভুয়ো ভারতীয় পাসপোর্ট', পাসপোর্ট-চক্রের তদন্তে নতুন তথ্য। ABP Ananda Live

Continues below advertisement

Passport News: ভুয়ো পাসপোর্ট-চক্রের (Fake Passport) তদন্তে নতুন তথ্য। 'কয়েকজন নেপালের (Nepal) বাসিন্দার জন্য তৈরি করা হয়েছিল ভারতীয় পাসপোর্ট (Indian Passposr)!' পাসপোর্ট অফিসের একাধিক কর্মী, অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। মোটা টাকার বিনিময়ে জাল পরিচয়পত্র নিয়ে বানানো হয়েছে পাসপোর্ট, দাবি সিবিআই সূত্রে। পাসপোর্ট অফিসার গৌতম সাহার (Goutam Saha) কলকাতার বাড়ি থেকে প্রচুর নথি উদ্ধার সিবিআইয়ের (CBI)। ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যেই ৩১টি পাসপোর্ট ক্লিয়ারেন্সের সুপারিশ, দাবি সিবিআই সূত্রে। 'শুধুমাত্র অক্টোবর মাসেই ১৩টি জাল পরিচয়পত্র দিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করা হয়েছে' । 'ভুয়ো পাসপোর্ট করতে গৌতম সাহার একাধিক পরিচিতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত টাকা নেওয়া হত'। কখনও ৩০ হাজার, কখনও ৫৯ হাজার ৫০০ টাকা কমিশন নিয়েছেন পাসপোর্ট অফিসার গৌতম সাহা, দাবি সিবিআই সূত্রে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram