Cough Syrup: মধ্যপ্রদেশ-রাজস্থানে মৃত্যুমিছিল, কাফ সিরাপে সতর্কতা ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: মধ্যপ্রদেশ-রাজস্থানে মৃত্যুমিছিল, কাফ সিরাপে সতর্কতা । 'যেকোনও তরল ওষুধের ক্ষেত্রে কাঁচামালের ল্যাব রিপোর্ট দিতে হবে' । কাঁচামালের ল্যাব টেস্টের রিপোর্ট দিতে হবে, নির্দেশ কেন্দ্রের । অন্য রাজ্য থেকে সিরাপ কিনে বিক্রি করলে চুক্তিপত্র দেখাতে হবে: সূত্র । 'বন্টনের পরে নয়, আগেই ব্যাচ নম্বর পরীক্ষা করে বাজারে ছাড়তে হবে' । মধ্যপ্রদেশ-রাজস্থান কাফ-সিরাপকাণ্ডে কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের । সব হাসপাতালকে ওষুধের এক্সপায়ারি ডেট উল্লেখ করে রিপোর্ট দেওয়ার নির্দেশ: সূত্র

আরও খবর....

ABP Ananda LIVE : দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, নির্যাতিতার সহপাঠী গ্রেফতার । ধৃত আইকিউ সিটি মেডিক্যালের ছাত্র ওয়াসেফের ৭দিনের পুলিশ হেফাজত । দফায় দফায় জেরায় বয়ানে অসঙ্গতি, তারপরেই গ্রেফতার: পুলিশ সূত্র মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মেডিক্যালের ছাত্রই গ্রেফতার । অভিযুক্ত মেডিক্যাল ছাত্রের মেডিকো লিগাল টেস্ট করাতে চায় পুলিশ । ধৃত বাকি ৫জনের মতোই ২২ অক্টোবর পর্যন্ত হেফাজতে চায় পুলিশ । নির্যাতিতার গোপন বয়ানের পরেই হাতে আসে বেশ কিছু তথ্য: পুলিশ সূত্র । শুক্রবার রাতে নির্যাতিতার উপরে অত্যাচারে কার কী ভূমিকা? জানতে চায় পুলিশ, করা হবে TI প্যারেড, গেট প্যার্টান পরীক্ষা । 'প্রেস কনফারেন্স করলে বাবাা-মা করবে। পুলিশ এত প্রো আ্যাক্টিভ কেন? সাফ করার চেষ্টা', আক্রমণে শুভেন্দু আধিকারী। 

দুর্গাপুরে ডাক্তারি পড়তে এসে নির্যাতনের শিকার। মেয়েকে আর বাংলায় রাখতে চান না বাবা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola