Cough Syrup: মধ্যপ্রদেশ-রাজস্থানে মৃত্যুমিছিল, কাফ সিরাপে সতর্কতা ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মধ্যপ্রদেশ-রাজস্থানে মৃত্যুমিছিল, কাফ সিরাপে সতর্কতা । 'যেকোনও তরল ওষুধের ক্ষেত্রে কাঁচামালের ল্যাব রিপোর্ট দিতে হবে' । কাঁচামালের ল্যাব টেস্টের রিপোর্ট দিতে হবে, নির্দেশ কেন্দ্রের । অন্য রাজ্য থেকে সিরাপ কিনে বিক্রি করলে চুক্তিপত্র দেখাতে হবে: সূত্র । 'বন্টনের পরে নয়, আগেই ব্যাচ নম্বর পরীক্ষা করে বাজারে ছাড়তে হবে' । মধ্যপ্রদেশ-রাজস্থান কাফ-সিরাপকাণ্ডে কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের । সব হাসপাতালকে ওষুধের এক্সপায়ারি ডেট উল্লেখ করে রিপোর্ট দেওয়ার নির্দেশ: সূত্র
আরও খবর....
ABP Ananda LIVE : দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, নির্যাতিতার সহপাঠী গ্রেফতার । ধৃত আইকিউ সিটি মেডিক্যালের ছাত্র ওয়াসেফের ৭দিনের পুলিশ হেফাজত । দফায় দফায় জেরায় বয়ানে অসঙ্গতি, তারপরেই গ্রেফতার: পুলিশ সূত্র মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মেডিক্যালের ছাত্রই গ্রেফতার । অভিযুক্ত মেডিক্যাল ছাত্রের মেডিকো লিগাল টেস্ট করাতে চায় পুলিশ । ধৃত বাকি ৫জনের মতোই ২২ অক্টোবর পর্যন্ত হেফাজতে চায় পুলিশ । নির্যাতিতার গোপন বয়ানের পরেই হাতে আসে বেশ কিছু তথ্য: পুলিশ সূত্র । শুক্রবার রাতে নির্যাতিতার উপরে অত্যাচারে কার কী ভূমিকা? জানতে চায় পুলিশ, করা হবে TI প্যারেড, গেট প্যার্টান পরীক্ষা । 'প্রেস কনফারেন্স করলে বাবাা-মা করবে। পুলিশ এত প্রো আ্যাক্টিভ কেন? সাফ করার চেষ্টা', আক্রমণে শুভেন্দু আধিকারী।
দুর্গাপুরে ডাক্তারি পড়তে এসে নির্যাতনের শিকার। মেয়েকে আর বাংলায় রাখতে চান না বাবা।