Fake Medicine News LIVE: ফের গুণমান পরীক্ষায় ফেল ১৯০টি ওষুধ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দেশ জুড়ে ফের গুণমান পরীক্ষায় ফেল ১৯০টি ওষুধ । পরীক্ষায় ফেল ১৯০টি ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন । তালিকা প্রকাশ করে জানাল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ । তালিকায় কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল ৪০টি ওষুধ । গত মাসে বাজার থেকে এই সব ওষুধের নমুনা সংগ্রহ । ল্যাবে পরীক্ষার পর রিপোর্ট প্রকাশ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের । কোনও ক্ষেত্রে ইঞ্জেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া । কিছু ওষুধ নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো । কোনওটা পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি । বহু বেনিয়ম ধরা পড়ল ড্রাগ টেস্টিংয়ে
আরও খবর....
ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ওড়িশায়। জনসাধারণের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে কেন্দ্রাপাড়া জেলায়। ব্রাহ্মণী ও কানি নদীর জল ঢুকে গেছে বিভিন্ন গ্রামে। পাট্টামুণ্ডাই ব্লক ও চৌডাকুলাটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শুধু জল বাড়ার কারণেই উদ্বেগ নয়, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের আতঙ্কের কারণ হয়ে উঠেছে কুমির। এনিয়ে গ্রামবাসী একাধিক ভিডিও করেছেন। সেখানে দেখা গেছে, বন্যা কবলিত গ্রামের রাস্তায় সাঁতার কাটছে কুমির। জলে ডুবে যাওয়া শস্য খেতেও ভাসতে দেখা গেছে কুমির।
এই পরিস্থিতিতে গ্রামবাসী এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে, অন্ধকার নামলেই কেউ আর বাড়ির বাইরে পা রাখছেন না। তবে, কুমিরের হামলার কোনও খবর এখনও পর্যন্ত সরকারি সূত্রে পাওয়া যায়নি। তবে, ঝুঁকি এড়ানো যাচ্ছে না। বন বিভাগ সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে যে, বন্যার জলে না যেতে এবং সতর্ক থাকতে। এর পাশাপাশি গ্রামবাসীকে কুমির ও বিষাক্ত সাপ নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ত্রাণ কাজে নেমেছে জেলা প্রশাসন। ৩০টির বেশি বন্যা কবলিত গ্রামে শুকনো খাবার ও পরিষ্কার পানীয় জল সরবরাহ করা হচ্ছে।