Fake Medicine: কলকাতার কেন্দ্রীয় ল্যাবে কোন কোন ওষুধ ফেল করেছে? কী উঠে এসেছে CDSCO-র রিপোর্টে ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সারা দেশে গুণমানের পরীক্ষায় গত এক বছরে ফেল করেছে প্রায় ১ হাজারটি ওষুধ। তার মধ্যে রয়েছে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করা ৩১২টি নমুনা। কলকাতার কেন্দ্রীয় ল্যাবে কোন কোন ওষুধ ফেল করেছে? কী উঠে এসেছে CDSCO-র রিপোর্টে? দেখে নেব এক নজরে।
জেলায় জেলায় আক্রান্ত পুলিশ। বাঁকুড়ার সোনামুখীর পর এবার মুর্শিদাবাদের রানিতলায় আক্রান্ত পুলিশ। পুলিশের ওপর আক্রমণে গ্রেফতার ২, মাটি চুরির অভিযোগ গ্রেফতার আরও ৩।
মঙ্গলবার পদত্যাগের ইচ্ছা, বুধবার সকালে অবস্থান বদল, বিকেলে মহকুমাশাসকের কাছে ইস্তফাপত্র পাঠালেন মলয় রায়। ইস্তফাপত্র পাঠানোর পরেই ফের 'খেলা শুরু' মন্তব্য। 'কালকে বলেছিলাম খেলা শুরু হয়েছে, এখন অনেক খেলোয়াড় জার্সি পরতে পারছে না। সামনের সপ্তাহে মাঠে প্রকাশ্য খেলা চলে আসবে', ইস্তফা দেওয়ার পর ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেতা পানিহাটির পুরসভার পদত্যাগী চেয়ারম্যানের।