Fake note: বিরাটিতে জাল নোটের পাহাড়ের হদিশ
এবার জাল নোটের (Fake note) পাহাড়ের হদিশ! ২৪ লক্ষেরও বেশি জাল নোট উদ্ধার। বিরাটিতে (Birati) ২৪ লক্ষ ২১ হাজার টাকার জাল নোটের হদিশ। বিরাটিতে শুল্ক দফতরের অভিযান, লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার ব্যাগ ভর্তি ৫০০-২ হাজার টাকার জাল নোট, আটক ১। বাংলাদেশ (Bangladesh) সীমান্ত (Border) দিয়ে জাল নোটের কারবার বলে সন্দেহ।