Fake Passport: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে পুলিশের স্ক্যানারে পুলিশই। ABP Ananda live

ABP Ananda Live: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে পুলিশের স্ক্যানারে পুলিশই। কয়েকজনের ভূমিকা সন্দেহজনক, খবর সূত্রের। এক পুলিশকর্মীর মোবাইল বাজেয়াপ্ত। নিয়ম মেনে হয়েছিল ভেরিফিকেশন? উঠছে প্রশ্ন। 

 

মালদায় তৃণমূলের দাপুটে নেতাকে গুলি করে খুন । বাড়ির কাছেই গুলিবিদ্ধ হলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার । সকাল ১০টা নাগাদ পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের পাইপ কারখানায় যাচ্ছিলেন দুলাল সরকার । স্থানীয়দের দাবি, দুটি বাইকে চড়ে, মুখ ঢেকে, চার দুষ্কৃতী আসে । মালদা সহ-সভাপতিকে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি চলে । ২টি গুলি লাগে নেতার মাথায়, একটি লেগেছে পিঠে, হাসপাতালে আনার আগেই মৃত্যু। 

 

'আর জি কর কাণ্ডে যে যে শিল্পী মুখ্যমন্ত্রীকে কুৎসিতভাবে আক্রমণ করেছেন... তাঁদের বয়কট করুন।' গত সোমবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের এই বক্তব্য সম্প্রচারিত হয়। এই বক্তব্যের পাশে দাঁড়ালেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'ট্যুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফে কেউ নির্দেশ দিয়েছেন ?' বলে মন্তব্য করেন তিনি। অভিষেকের এই বক্তব্য ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola