Fake Passport: পাসপোর্ট জালিয়াতিতে এবার পুলিশের স্ক্যানারে পুলিশ,নিয়ম মেনে ভেরিফিকেশন? উঠছে প্রশ্ন
ABP Ananda Live: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এবার পুলিশের স্ক্যানারে পুলিশ! সূত্রের খবর, বেশ কয়েকজন পুলিশ কর্মীর ভূমিকা সন্দেহজনক বলে মনে করছেন তদন্তকারীরা। এক পুলিশকর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশ্ন উঠছে, পাসপোর্ট ইস্যু করার আগে আদৌ হয়েছিল পুলিশ ভেরিফিকেশন? হলে, সেটা কোন প্রক্রিয়ায় হয়েছিল? পুলিশের তরফে কর্তব্যে কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, যতগুলো পাসপোর্ট পাওয়া গেছে, তার সবকটাই পঞ্চসায়র পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। এর আগে পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এই পঞ্চসায়র পোস্ট অফিসের পোস্টম্যান দীপক মণ্ডলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
তৃণমূলে রদবদল ঠিক সময়ে হবে। জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, দলের জন্য যাঁরা কাজ করেছেন তাঁদের কোনও চিন্তা নেই। সূত্রের খবর, এর আগে দলের জেলা সভাপতি ও পুরসভার চেয়ারম্যান পদে একাধিক রদবদলের প্রস্তাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই রদবদল নিয়ে জল্পনাকে গুরুত্ব দিতে চায়নি বিরোধীরা।
তৃণমূলে সাংগঠনিক রদবদলের প্রশ্নে নিজের অবস্থানে অনড় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার ফের একবার সেকথা বুঝিয়ে দিলেন তিনি। গতবছর প্রথম অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেছিল সাংগঠনিক রদবদলের কথা। তিনি বলেছিলেন, "পুরসভার নির্বাচনে, আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাব, আমার ওয়ার্ড থেকে আমি জিতব, আর লোকসভা, বিধানসভায় দল প্রত্য়াশিত আর আশানুরূপ ফল করবে না। আপনার বিরুদ্ধে দল ব্য়বস্থা নেবে। যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আগামী তিনমাসের মধ্য়ে তার ফল আপনারা দেখবেন।''