Fake Passport: পাসপোর্ট জালিয়াতির জাল ছড়িয়ে ইতালিতেও! জাল নথি নিয়ে কারা ইউরোপে? তদন্তে লালবাজার

ABP Ananda Live: পাসপোর্ট জালিয়াতির জাল ছড়িয়ে ইতালিতেও! মনোজকে জেরা করে চাকদা থেকে শাগরেদ ধীরেন গ্রেফতার। জাল নথি নিয়ে কারা ইউরোপে? তদন্তে লালবাজার। 

 

আরও খবর, কলকাতার বুকে কয়েক কোটির জাল জীবনদায়ী ওষুধের হদিশ মেলার পর, ক্রেতা ও বিক্রেতা, উভয়ের মধ্যেই ক্রমশ  বাড়ছে আতঙ্ক। ওষুধ বিক্রি করতে গিয়ে ক্রেতাদের নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে জাল ওষুধ কিনে ফেলার ভয়ে বারবার যাচাই করে নিতে চাইছেন ক্রেতারাও। 

বিচার এখনও মিলল না! যে প্রশ্নগুলো ঘিরে ধোঁয়াশা, তার কোনও সদুত্তরও এখনও তাদের কাছে নেই। সাড়ে ৪ মাস কেটে গেলেও এমনই দাবি আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবার। ফের সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola