Passport Scam: জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা, গ্রেফতারি বেড়ে ৫

Continues below advertisement

ABP Ananda Live: জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা, গ্রেফতারি বেড়ে ৫ । হুগলি থেকে ভাস্কর সামন্তকে গ্রেফতার করল বর্ধমান পুলিশ।  বর্ধমান সিঙ্গুরের পরে খানাকুল থেকেও আরও গ্রেফতার। 

 

কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা:

এদিকে, 'গঙ্গাসাগর মেলা উপলক্ষে মুড়িগঙ্গায় ড্রেজিং, বাড়ানো হচ্ছে গভীরতা। এতে ২০ ঘণ্টা পর্যন্ত লঞ্চে লোক যাতায়াত করতে পারবে। মেলা উপলক্ষে ২ হাজার ২৫০টি বাসের ব্যবস্থা। গঙ্গাসাগর মেলায় বার্জ, ভেসেল, লঞ্চে জিপিএস ট্র্যাকিং সিস্টেম। মেডিক্যাল এমার্জেন্সির জন্য থাকবে কপ্টার অ্যাম্বুল্যান্স। গঙ্গাসাগরে থাকছে ৩টি স্থায়ী হেলিপ্যাড। আমাদের লক্ষ্য প্লাস্টিকবর্জিত গ্রিন গঙ্গাসাগর মেলা, এটা অভিনব, কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি। কাল থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা'। কোনও দুর্ঘটনা হলে ৫ লক্ষ টাকার বিমা করা আছে', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram