Fake Saline: অভিযোগ পেয়েই FIR দায়ের করে তদন্ত শুরু করে দিলেন ! হাইকোর্টে জোর ধাক্কা পুলিশের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: একপাতার একটা অভিযোগ পেয়েই FIR দায়ের করে তদন্ত শুরু করে দিলেন! তথ্য প্রমাণ কোথায়? জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার মামলায় এভাবেই  কে কড়া প্রশ্নের মুখে পড়তে হল কলকাতা হাইকোর্টে। বিচারপতি আরও বলেন, আপনারা সাধারণ মানুষের অভিভাবক। কিন্তু রাজ্য সরকার যদি তার ক্ষমতা সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা শুরু করে তাহলে তারা কোথায় যাবে? সিঙ্গুরের 
একটি হেলথ সেন্টারের পোস্টারে ENT বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি আসফাকুল্লা নাইয়াকে ENT বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এদিন রাজ্যের আইনজীবী সওয়াল করেন, অভিযুক্ত চিকিৎসক ক্লিনিকের প্রেসক্রিপশন প্রায় দেড় বছর ধরে ব্যবহার করছেন। তিনি কেন বলেননি যে তিনি ENT বিশেষজ্ঞ নন? যদিও বিচারপতি সাফ জানিয়ে দেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করা হয়েছে এমন কোনও তথ্য প্রমাণ এখনও পর্যন্ত নেই। এরপরই ৬ সপ্তাহের জন্য তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ২৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola