Fake Saline: স্যালাইন কাণ্ডে তোলপাড়, সাসপেন্ডেড ডাক্তারদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: স্যালাইন কাণ্ডে তোলপাড়, সাসপেন্ডেড ডাক্তারদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ । প্রসূতি-মৃত্যুর ঘটনায় সাসপেন্ডেড চিকিৎসকদের বিরুদ্ধে থানায় অভিযোগ । মেদিনীপুরের কোতোয়ালি থানায় এফআইআর দায়ের । পশ্চিম মেদিনীপুরের ডেপুটি CMOH-এর অভিযোগের ভিত্তিতে এফআইআর গাফিলতিতে মৃত্যুর ধারায় এফআইআর

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হয়েছেন ১২ জন চিকিৎসক। এবার তাঁদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ডেপুটি সিএমওএইচের অভিযোগের ভিত্তিতে এই ১২ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। কোতোয়ালি থানায় এফআইআর দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে। নবান্ন আগেই ঘোষণা করেছিল এই ১২ জনের বিরুদ্ধে সিআইডি তদন্ত হবে। এবার তাঁদের নামে দায়ের হল এফআইআর- ও। 

স্বাস্থ্য দফতরের অন্তর্বর্তী তদন্তের একটি রিপোর্ট আজ সন্ধ্যায় পৌঁছে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার সিএমওএইচের কাছে। এরপর ডেপুটি সিএমওএইচ কোতোয়ালি থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটার কিছু পর ডেপুটি সিএমওএইচ কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার সঙ্গে দেন একটি চিঠিতে। এই চিঠির বিষয়বস্তু হল স্বাস্থ্য দফতর অন্তর্বর্তী তদন্ত করে যা খুঁজে পেয়েছে তারই খসড়া লেখা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এমনটাই জানিয়েছে। যে ১২ জন সাসপেন্ড হয়েছেন তাঁদের নাম তো থাকছেই এফআইআরে, এছাড়াও আরও অনেকের নামই থাকছে বলে জানা গিয়েছে। প্রসূতির মৃত্যুর কারণ হিসেবে গাফিলতির কথাই উল্লেখ করা হয়েছে। আর সেই মর্মেই দায়ের হয়েছে এফআইআর।   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola