
Fake Voters: ভূতুড়ে ভোটার বিতর্কে ৬০০ এপিক কার্ড বাতিল করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর
ABP Ananda Live: ভূতুড়ে ভোটার বিতর্কে রাজ্যে ৬০০ এপিক কার্ড বাতিল। ৬০০ এপিক কার্ড বাতিল করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। হরিয়ানাতেও বাতিল কয়েক হাজার ভোটার কার্ড। 'এ রাজ্যে সবচেয়ে বেশি ব্যবহার হরিয়ানার ডুপ্লিকেট এপিক নম্বরের'। তারপরই তালিকায় গুজরাত ও অসম, সূত্রের খবর। ভোটার তালিকা নিয়ে ২৮ মার্চ সর্বদল বৈঠকের ডাক কমিশনের।
হাওড়া থেকে কলকাতা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ সকাল সকাল। সাতসকালে নবান্নের কাছে কন্টেনার উল্টে বিপত্তি। আর তার জেরেই দীর্ঘক্ষণ আটকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার রাস্তা। অসুবিধার মুখে পড়েছেন বহু নিত্যযাত্রী।
মঙ্গলবার সকালেরই রাস্তার ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ায় একটি কন্টেনার। এমন ভাবে গাড়িটি রাস্তা আটকে দেয়, যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগের শিকার হন স্কুলপড়ুয়া থেকে অফিস যাত্রীরা। ভোরে শিবপুর মন্দিরতলা থেকে কলকাতা যাওয়ার লেনে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি উল্টে যায়। এর ফলে যে অ্যাপ্রোচ রোড দিয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরতে হয়, তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ক্রেনের সাহায্যে কন্টেনার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে শিবপুর থানার পুুলিশ।