Dakshineshwar Kali Pujo: জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে আজ দক্ষিণেশ্বরে মহাসমারোহে চলছে ফলহারিণী কালীপুজো। ABP Ananda Live
Continues below advertisement
জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি, যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। দক্ষিণেশ্বরে মহাসমারোহে দেবীর আরাধনা। বিশ্বাস, এই পুজোতে কৃতকর্মের যাবতীয় ফল হরণ করেন দেবী। তাই এই পুজোর নাম ফলহারিণী কালীপুজো। রাতে প্রতিষ্ঠা করা হয় পুজোর ঘট। তারপর শুরু হয় পুজো। রাতভর চলে পুজো পাঠ। কথিত আছে, ফলহারিণী কালীপুজোয়, সারদা মা-কে দেবী জ্ঞানে ষোড়শ উপচারে পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহসংদেব। তাই ফলহারিণী কালীপুজোর পাশাপাশি, সেই রীতি মেনে এদিন রামকৃষ্ণের শয়নকক্ষে মা সারদার পুজোও হয়।
Continues below advertisement