Bally: পারিবারিক বিবাদ পরিণত হল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে
বালির নিশ্চিন্দার দুর্গাপুরে পারিবারিক বিবাদ পরিণত হল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামী তৃণমূল নেতার বাড়িতে হামলা, মহিলাদের মারধর, শাসক-নেতার বার-কাম-রেস্তোরাঁয় ভাঙচুর চালানোর অভিযোগ উঠল প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম তৃণমূলের অঞ্চল আহ্বায়ক অসিত গায়েনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলা-সহ আরও কয়েকজন আহত হন। ৩-৪টি থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় র্যাফ মোতায়েন করা হয়েছে। রাজীব অনুগামী মূল অভিযুক্ত খোকন গায়েন-সহ ৪০ জনকে আটক করেছে নিশ্চিন্দা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এবারের পঞ্চায়েত ভোটে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামী খোকন গায়েন ও তাঁর দলবল নির্দল হিসেবে দাঁড়িয়ে হেরে যান। তৃণমূলের অঞ্চল আহ্বায়ক অসিত গায়েন খোকনের আত্মীয়। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করেই দু’জনের মধ্যে বিবাদের সূত্রপাত। গতকাল তা চরমে ওঠে।