Bally: পারিবারিক বিবাদ পরিণত হল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে

Continues below advertisement

বালির নিশ্চিন্দার দুর্গাপুরে পারিবারিক বিবাদ পরিণত হল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামী তৃণমূল নেতার বাড়িতে হামলা, মহিলাদের মারধর, শাসক-নেতার বার-কাম-রেস্তোরাঁয় ভাঙচুর চালানোর অভিযোগ উঠল প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম তৃণমূলের অঞ্চল আহ্বায়ক অসিত গায়েনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলা-সহ আরও কয়েকজন আহত হন। ৩-৪টি থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় র‍্যাফ মোতায়েন করা হয়েছে। রাজীব অনুগামী মূল অভিযুক্ত খোকন গায়েন-সহ ৪০ জনকে আটক করেছে নিশ্চিন্দা থানার পুলিশ। 
স্থানীয় সূত্রে খবর, এবারের পঞ্চায়েত ভোটে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামী খোকন গায়েন ও তাঁর দলবল নির্দল হিসেবে দাঁড়িয়ে হেরে যান। তৃণমূলের অঞ্চল আহ্বায়ক অসিত গায়েন খোকনের আত্মীয়। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করেই দু’জনের মধ্যে বিবাদের সূত্রপাত। গতকাল তা চরমে ওঠে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram