Student Death: DNA টেস্টের দাবি জানাল খড়গপুর IIT-র মৃত ছাত্রের পরিবার | Bangla News

Continues below advertisement

DNA টেস্টের দাবি জানাল খড়গপুর IIT-র মৃত ছাত্রের পরিবার। গতকাল রাতে খড়গপুর টাউন থানায় যান খড়গপুর আইআইটির তৃতীয় বর্ষের পড়ুয়া ফইজান আহমেদের মা-বাবা।এর আগে শুক্রবার IIT-র হস্টেল থেকে ওই ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়। দেহ সনাক্তকরণে সমস্যা দেখা দেওয়ায় DNA টেস্টের দাবি জানিয়েছে মৃত ছাত্রের পরিবার। এই ঘটনায় খড়গপুর টাউন থানার তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। র‍্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করে ঘটনার তদন্ত চলছে জানিয়েছে খড়গপুর IIT কর্তৃপক্ষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram