TMC: 'এক পদ, এক ব্যক্তি' নিয়ে বিতর্কের মধ্যেই শনিবার নতুন জাতীয় কর্মসমিতি গড়ল তৃণমূল | Bangla News

Continues below advertisement

এক পদ, এক ব্যক্তি নিয়ে বিতর্কের মধ্যেই শনিবার নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করল তৃণমূল (TMC)। ফলে জাতীয় স্তরের সমস্ত শীর্ষপদ আপাতত অবলুপ্ত হল। এরপর কে কোন পদ পাবেন, তা ঠিক করবেন সর্বভারতীয় তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

অভিষেক ছাড়াও জাতীয় কর্মসমিতিতে পার্থ (Partha Chatterjee), বক্সী, ফিরহাদ, সুদীপ, অমিত, সুখেন্দু, অরূপ, অনুব্রত, গৌতম। বাদ পড়লেন সৌগত, ডেরেক।

সবাইকে এক হয়ে চলতে হবে, অভিষেকের (Abhishek Banerjee) উপস্থিতিতে বুঝিয়ে দিলেন তৃণমূলনেত্রী। মমতাই দলের শেষ কথা, বুঝিয়ে নেত্রীর কাছে ৭ নেতার চিঠি।  

উত্তপ্ত বিধাননগর। মাথা ফাটল বিজেপি প্রার্থীর স্বামীর। বুথের মধ্যেই তৃণমূল-বিজেপি প্রার্থীর হাতাহাতি।  

বহিরাগতদের এনে তাণ্ডবের অভিযোগ। বিধাননগরে ৩২ নং ওয়ার্ডে পথে নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram